শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কর্মমূখী শিক্ষার উপর বেশি গুরুত্ত্বারোপ করা হচ্ছে। তাই আগামীতে প্রত্যেক পর্যায়ে ষষ্ঠ শ্রেণি থেকেই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে হাটহাজারী কাপ্তাই রোডস্থ চট্টগ্রাম লিজেন্ড স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনিএক সময় আমাদের কারিগরি শিক্ষার হার ছিল শূণ্য দশমিক শূণ্যের কোঠায়। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সেটা ১৭ পাসের্ন্টে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার দিকে জোর দিয়ে দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছেন, প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণী চৌধুরীসহ স্থানীয় গন্য-মান্য ব্যাক্তিবর্গ।