শ্রীশ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় পরলোকগমন করেছেন।
বুধবার (৪ মার্চ) রাত ২টা ১৫মিনিটে কলকাতার পিয়ারলেস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কৈবল্যধামের ট্রাস্টি প্রদীপ দত্ত জানান, শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টায় বিশেষ বিমানযোগে কলকাতা থেকে মোহন্ত মহারাজের শ্রীদেহ কৈবল্যধাম তীর্থপীঠে পৌঁছাবে এবং ভক্তদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রাখা হবে। সত্যনারায়ণ পূজা শেষে মহারাজের শ্রীদেহ কৈবল্যধাম প্রাঙ্গণে সমাধিস্থ করা হবে।
শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের জন্ম খুলনার বাগেরহাটের বানিয়াগাতি গ্রামে, ১৯৪৫ সালে। তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। শেরপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করার পর ২০০৫ সালের ১৬ আগস্ট শ্রীশ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত পদে অভিষিক্ত হন শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়।