অবশেষে পুলিশের নাগালে দিল্লি হিংসাকাণ্ডে অভিযুক শুটার শাহরুখ। ২৪ ফেব্রুয়ারি জাফরাবাদে বিক্ষোভকারীদের উপর ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ আছে শাহরুখের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পর থেকেই ফেরার হয় শাহরুখ।
অবশেষে আজ উত্তরপ্রদেশের শামলী থেকে শাহরুখকে গ্রেফতার করে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। খবর এবিপি।২৪ ফেব্রুয়ারি, সকাল থেকেই তেতে ওঠে দিল্লির মৌজপুর। ইটবৃষ্টি অব্যাহত, সেই সঙ্গে গুলিও চলতে শুরু করে। পুলিশের সামনেই ভিড়কে লক্ষ্য করে আট রাউন্ড গুলি চালায় শাহরুখ নামের এক যুবক। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। সংবাদমাধ্যমে ওই যুবকের ছবি ছড়িয়ে পড়ে।
এই কদিন শাহরুখ কোন কোন ডেরায় ঘাঁটি গেড়েছিলেন, কারা তাকে অস্ত্র পাচার করেছিল, দিল্লি হিংসার ঘটনায় তার সঙ্গে আর কে কে যুক্ত ছিল এইসব জানতেই এখন শাহরুখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।