কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে শিবির ক্যাডারদের হাতে ছাত্রলীগ নেতা রাকিব ও খুলনায় ছাত্রলীগ নেতা রাসেল খুন হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগ নেতা মোরশেদ আলমের সভাপতিত্বে ও মুরাদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জামশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা জাবেদ হোসাইন বাদল, গাজী মো ইফতেখার হোসেন ইমু, এমএইচ চৌধুরী, কুয়াইশ কলেজ ছাত্রলীগ নেতা আরিফ, সুমন, সোহান প্রমুখ।

সমাবেশে বক্তারা স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সকলকে জামাত-শিবির এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ছাত্রলীগের যখন কেউ খুন হয় তখন সুশীল সমাজ চুপ থাকে। কিন্তু ছাত্রলীগই আবার যখন কোন খারাপ কাজ করে তখন তারা সবাই সেটা নিয়ে আলোচনা করতে থাকে। ছাত্রলীগ কোন অন্যায়ের প্রতিবাদ করলে তখন সেটাকে সন্ত্রাসী তকমা দেয়া হয়। তাই আমরা বলতে চাই এখন থেকে আর কোন প্রতিবাদ হবে না এবার হবে প্রতিরোধ।