হাটহাজারি থানার পশ্চিম শিকারপুরে ডা: শেখর রঞ্জন চক্রবর্তীর বাড়ীর স্বেচ্ছায় মৃত্তিকা হতে উদিত ও প্রকাশিত মহাকাল শ্বেত শিবের বিগ্রহটি ভেঙে নিয়ে গেছে বলে অভিযোগ উটেছে।রবিবার (০১ মার্চ) গভীর রাতে কে বা কাহারা ডাঃ শেখর রন্জন চক্রবর্তীর বাড়ির স্বেচ্ছায় মৃত্তিকা হতে উদিত শ্বেত শিবের বিগ্রহটি ভেঙে নিয়ে যায়। এলাকায় এনিয়ে এক ধরনের আতংক বিরাজ করছে।
সূত্র জানিয়েছে, একশত বছরের অধিক পুরানো এই শ্বেত শিব লিঙ্গে বংশ পরমপরায় পূজা-অর্চনা করে আসছিল। হঠাৎ করে এধরনের কর্মকান্ডে পরিবারটি তথা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একধরনের ভয়ভীতি ও আতংক বিরাজ করছে।