এখনও বীমা নিয়ে মানুষের সচেতনতা কম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বীমা কোম্পানিতে চাকরি করতেন। তাই আমার জন্যও বীমা কোম্পানিতে যেন একটা চাকরি থাকে, অন্তত অবসরে যাবার পরে।
রবিবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বীমা দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি বলেন, বীমার ক্ষতিপূরণের টাকা অতিরিক্ত হারে এবং ফাঁকি দিয়ে যেন কেউ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। এভাবে টাকা নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বীমা নিয়ে সচেতন হলে মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বীমার মাধ্যমে যে মানুষ দুঃসময়ে অনেক সুবিধা পায় সেটা তুলে ধরতে হবে। গ্রামেও মানুষ সচেতন। আমার বিশ্বাস বীমা কোম্পানি তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে।
এসময় বীমা খাতে অটোমেশনের প্রশংসা করে তিনি বলেন, বীমা খাতে অটোমেশন আনার ফলে বীমা খাতের উন্নয়ন হবে এবং কেউ ফাঁকি দিতে পারবে না। এতে করে রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বীমা গ্রাহকদের আস্থাও বাড়বে।