করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কতা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালকে টেডরস আধানম গ্যাব্রিয়াসাস জানিয়েছেন, বিশ্বব্যাপী ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মেক্সিকো, নাইজেরিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও লিথুয়ানিয়া প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর সতর্কতা এক ধাপ উন্নীত করল সংস্থাটি। আক্রান্তরা সবাই ইতালি ভ্রমণ করেছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক।এদিকে চীনের পর ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। একদিনেই দেশটিতে মৃতের সংখ্যা ছয়গুণ বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। মৃতদের বেশিরভাগই রাজধানী তেহরান ও কোম শহরের বাসিন্দা।
এছাড়া করোনা ভাইরাসের কারণে ২০০৮ সালের বিশ্বমন্দার পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে সবচেয়ে খারাপ অবস্থা দেখা দিয়েছে এই সপ্তাহে। বিশ্বের ৫০টিরও বেশি দেশে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত ২৮শ জন। এর মধ্যে চীনেই মৃত্যু হয়েছে ২ হাজার ৭শ ৮৮ জনের।