হিংসার আঁচে উত্তপ্ত দিল্লি। গুজরাটের মতো দিল্লির হিংসাও পরিকল্পিত। লাগামছাড়া তাণ্ডব। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় দাপাদাপি, পুলিশের দিকে ইটবৃষ্টি, দোকান, বাড়ি, গাড়িতে আগুন, বেপরোয়া গুলি। গত তিনদিন ধরে হিংসা-প্রতিহিংসার উন্মত্ত ছবি দেখা গিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। অভিযোগের আঙ্গুল উত্তরপ্রদেশের কুখ্যাত নাসির গ্যাং ও তার বিরোধী গোষ্ঠী ইরফান চেনু গ্যাংয়ের সদস্যদের দিকে।
সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রতিবাদে চলা আন্দোলন থেকে পরিকল্পিত সাম্প্রদায়িক হিংসার আগুনে ইতিমধ্যেই ঝরেছে বহু প্রাণ। মৃত্যু হয়েছে পুলিশেরও। কিন্তু এই সংঘর্ষের পিছনে কারা? তাণ্ডবের ধরন দেখে একে পরিকল্পিত ও শক্তিশালী দুষ্কৃতীদলের কাজ বলে মনে করছে দিল্লি পুলিশ।উত্তর পূর্ব দিল্লিতে সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি চালাতে দেখা গিয়েছে এমন প্রায় ডজনখানেক দুষ্কৃতিকারীর ছবি ক্যামেরাবন্দি হয়েছে। এদের পুলিশও চিহ্নিত করেছে। পরিস্থিতি একটু শীতল হলেই শুরু হবে ধরপাকড়।
পুলিশ সূত্রে উঠে এসেছে, গুলি চালাতে, আগুন লাগাতে বা পাথর ছুঁড়তে যাদের দেখা গিয়েছে তারা অনেকেই উত্তরপ্রদেশের কুখ্যাত নাসির গ্যাং ও তার বিরোধী গোষ্ঠী ইরফান চেনু গ্যাংয়ের সদস্য। জানা গিয়েছে, সংঘর্ষের পিছনে সক্রিয়ভাবে থাকতে পারে এই দুটি গ্যাং এবং তার পিছনে আরও বড় কোন গ্যাং কিংবা মদদ দাতা।
দুদিনে দুষ্কৃতিরা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। গোটা ঘটনা এক বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে তদন্তকারীরা নিশ্চিত। সূত্রঃ বিশ্ববাংলা সংবাদ।