চসিক নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে বর্তমান ১৪ সাধারণ কাউন্সিলরের মধ্যে অন্তত ১২ জন স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।
এলাকাবাসীর দাবির মুখে তারা স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটাই নিশ্চিত করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত কাউন্সিলররা।১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে বাদ পড়েছেন বর্তমান কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী। তবে একটি খুনের মামলায় জড়িয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন তৌফিক। সে কারণে তিনি নির্বাচন করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
২ নম্বর জালালাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। তবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন সাহেদ ইকবাল বাবু, নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জহিরুল আলম জসিম মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচনে যাওয়ার কথা বলেছেন জসিম।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে এবার বর্তমান কাউন্সিলর নগর আওয়ামী লীগের সদস্য মোরশেদ আকতার চৌধুরী এখানে থামছেন না তিনিও স্বতন্ত্র হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড থেকে বাদ পড়া বর্তমান কাউন্সিলর সাবের আহমেদও স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড থেকে চারবারের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরুণের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন মহানগর যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। তবে অন্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা যেখানে স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সেখানে মোহাম্মদ হোসেন হিরণ সেই পথে না গিয়ে রাজনীতিতেই থাকতে চান।
১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে মনোনয়ন বঞ্চিত হয়েছেন কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিক। তারস্থলে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। তবে এই ওয়ার্ড থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মানিক।
২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন। তবে বাদ পড়া বর্তমান কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড থেকে বাদ পড়েছেন বর্তমান কাউন্সিলর এইচ এম সোহেল। তিনি মনোনয়ন বঞ্চিত হলেও থামছেন না নির্বাচনী লড়াই থেকে। লড়বেন স্বতন্ত্র হয়ে।
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড থেকে এবার বাদ পড়েছেন আবদুল কাদের প্রকাশ মাছ কাদের। তবে কাদেরও এখানে থামছেন না। তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড থেকে বাদ পড়া বর্তমান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
৩১ নম্বর আলকরণ ওয়ার্ড থেকে বাদ পড়েছেন ৪বারের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম। তবে এলাকাবাসীর দাবির মুখে সেলিমও নির্বাচনের লড়াইয়ে থাকছেন।
৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে বাদ পড়েছেন বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তবে বিপ্লবও হাল ছাড়ছেন না। তিনিও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রস্তুতি নিতে আজ রোববার বিকেল ৫টায় জরুরি সভায় বসছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
নগরের হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।