সংযুক্ত আরব আমিরাতে আরও দুইজনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন দুই রোগীর মধ্যে একজন ৩৪ বছর বয়সী একজন ফিলিপিনো এবং অন্যজন ৩৯ বছর বয়সী বাংলাদেশি।
সম্প্রতি করোনাভাইরাস ধরা পড়েছে এমন এক চীনা রোগীর সরাসরি সংস্পর্শে এসেছিলেন তারা। দুজনের অবস্থাই বর্তমানে ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন আমিরাতের চিকিৎসকরা।শুক্রবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ, মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩৬০ জনে।
সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার আতঙ্কে দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।