চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ কোকাকোলা ও স্প্রাইটের বোতলে বসানো হচ্ছে নতুন তারিখ। হাটহাজারী পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তা ধরা পড়ে। হাটহাজারী পৌর এলাকার ডিলার বিকাশ কান্তি নাথের গুদাম থেকে এসব পানীয় উদ্ধার করা হয়।
বুধবার (১৯ ফেব্রূয়ারি) রাতে ভুক্তভোগী এক গ্রাহক এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের (ইউএনও) কাছে অভিযোগ করেন।
পরে বৃহস্পতিবার (২০ ফেব্রূয়ারি) বিকেলে বিকাশ চন্দ্রনাথের গুদামে অভিযান পরিচালনা করেন ইউএনও রুহুল আমিন। সেখান থেকে জব্দ করা হয় প্রায় আড়াই হাজার লিটারের কোকাকোলা ও স্প্রাইটের মেয়াদোত্তীর্ণ বোতল।রুহুল আমিন বলেন, গ্রাহকের অভিযোগ পেয়ে বিকাশ চন্দ্রনাথের গুদামে অভিযান পরিচালনা করি। মাত্র ৪০ টাকা দিয়ে তৈরি করা সিল দিয়ে তিনি মেয়াদোত্তীর্ণ কোকাকোলা ও স্প্রাইটের বোতলে নতুন তারিখ লাগিয়েছেন। আমরা সিল, তারিখবিহীন ও সিল দিয়ে ভুয়া তারিখযুক্ত আড়াই হাজার লিটার পানীয় জব্দ করেছি।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ এসব পানীয় মানবদেহের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ তারিখ জাল করে নতুন তারিখ লাগানো অপরাধ। অভিযানের সময় আমরা মূল মালিককে পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোকানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।জানা গেছে, শীতের শেষে কোমল পানীয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাত্র ৪০ টাকা খরচ করে বাড়তি মেয়াদের নতুন তারিখযুক্ত দুটি সিল বানিয়ে নেয় তারা। দোকানের ম্যানেজার ও স্টাফদের সহযোগিতায় গোপনে নেইল পলিশ রিমোভার দিয়ে মেয়াদোত্তীর্ণ বোতলের তারিখ মুছে নিমিষেই নতুন তারিখ বসিয়ে দেয়।