চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি’র প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি’র প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতুহলেরও কমতি নেই।
গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামে এক সভায় বিএনপি’র পক্ষে চসিক নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। সরকারী দল আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যেই বর্তমান মেয়রসহ দলীয় মনোয়নয় ফরম নিয়েছেন ১৫ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা আরো বাড়তেও পারে। তবে অন্যতম বড় দল বিএনপি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এখনও পর্যন্ত দলীয় মনোনয় ফরম দেয়া শুরু করেনি। তবে নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে বিএনপি নেতাদের মধ্যে। বিএনপির একটি সূত্র জানায়, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে, নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান চান্দগাঁও-বোয়ালখালী সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন। যার কারণে সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে বেশি শোনা যাচ্ছে। এছাড়াও নগর বিএনপি’র কমিটি ঘোষণা করার সময় এক প্রকার আপোষ করেন শাহাদাত-বক্কর। সভাপতি সংসদ নির্বাচন করলে সাধারণ সম্পাদক মেয়র নির্বাচন করবেন। সেই হিসাবে নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এগিয়ে রয়েছেন।
নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার মীর হেলাল, চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম সম্পাদ এরশাদ উল্লাহ ও নগর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
সিএনএন ক্রাইম নিউজ।