আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে শুক্রবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম ও হাসিনা মহিউদ্দীন সহ চার জন ও কাউন্সিলর পদে আরও ১৮ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত পাঁচ দিনে মেয়র পদে মোট ১৯ জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ৪০৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এতথ্য নিশ্চিত করেন।শুক্রবার মেয়র পদে চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম ছাড়াও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন এবং এ বি এম মহিউদ্দীন চৌধুরী পত্নী ও শিক্ষা উপমন্ত্রীর মাতা হাসিনা মহিউদ্দীন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন।বুধবার (১২ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম, ইনসান আলী ও সাবেক সংসদ সদস্য মইনুদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন চসিকের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ।সোমবার (১০ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, নুরুল ইসলাম বিএসসির ছেলে শিল্পপতি মুজিবুর রহমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী।
সিএনএন ক্রাইম নিউজ।