চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ মোট ৬ জন। এছাড়া কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৭ জন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করা বাকি ৫ জন হলেন হেলাল উদ্দিন চৌধুরী, সেলিনা খান, এমদাদুল ইসলাম, ইনসান আলী ও রেখা আলম চৌধুরী।গত তিন দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৩৩২ জন নেতা।
সিএনএন ক্রাইম নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।সোমবার (১০ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, নুরুল ইসলাম বিএসসির ছেলে শিল্পপতি মুজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ।
সায়েম খান জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চসিক নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর।জানা গেছে, মার্চের শেষদিকে ভোট হতে পারে চট্টগ্রাম সিটি করপোরেশনে। ইসির অধিকাংশ কর্মকর্তা মনে করছেন, ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রামে ভোটের উপযুক্ত সময়।
সিএনএন ক্রাইম নিউজ।