পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে,আহত হয়েছে নিহতের প্রতিবন্ধী পুত্র জুয়েল(২২)।
বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৫ টায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট কলেজ গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইকেল আরোহী মোকলেছ ওরফে বাচ্চু (৪০) সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বকশীপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকেলে পঞ্চগড় সদরের টুনিরহাট বাজার হতে বাড়িতে ফেরার পথে পঞ্চগড় সুগারমিলের একটি আখবাহী ট্রলি সাইকেল আরোহী পিতা পুত্রকে চাপা দিলে ঘটনাস্থলে সাইকেল আরোহী পিতা নিহত হয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আখবাহী ট্রলির চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

CNNcrimenews.