বছরে দেশ থেকে প্রায় ২৬ হাজার ৪শ কোটি টাকা পাচার হচ্ছে জানিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশে ন্যূনতম ২ লাখ ৫০ হাজার বিদেশি শ্রমিক কর্মরত আছেন। যারা বাংলাদেশ থেকে অর্থ নিয়ে যাওয়ার পাশাপাশি ১২ হাজার কোটি টাকার করও ফাঁকি দিচ্ছেন।
ড. ইফতেখারুজ্জামান আরো জানান, প্রতি বছর বাংলাদেশে ট্যুরিস্ট ভিসায় আসা বিদেশিদের একটা বড় অংশ অবৈধভাবে কাজ করছে। এর মধ্যে তৈরি পোশাকখাতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক রয়েছেন। যার মধ্যে ভারতের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর শ্রীলঙ্কা ও চীনসহ ৪৪টি দেশের শ্রমিক রয়েছেন। এরাই মূলত অর্থ পাচারের সঙ্গে জড়িত।তবে সরকারি কোনো সংস্থার কাছে বাংলাদেশে বিদেশি শ্রমিকের সংখ্যার হিসাব নেই বলেও জানায় টিআইবি।
২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত গবেষণা করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
CNNcrimenews.