মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজককারী ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়লকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান বলেন, এ ঘটনায় দোষী চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মতিয়ারকে অপসারন করা হবে।

তিনি আরও বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে ইতোমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।


শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার উদ্বেগ জানিয়ে বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি এবং আমাদের ইউএনও মহোদয় কেউই জানিনা। আমাদেরকে জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস সাংবাদিকদের জানান, আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান স্কুল ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউপি মেম্বার মতিয়ার রহমানের একক সিদ্ধান্তেই করেছেন। এ ব্যাপারে আমি কিছুই জানি না।
প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বার ও স্কুল কমিটির সভাপতি মতিয়ার রহমান মোড়লের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুতা পায়ে গান বাজনা ও নৃত্য পরিবেশন করার ঘটনা ঘটে। গান-বাজনা ও নৃত্য পরিবেশনের বিষয়ে জানতে চাইলে, মেম্বার মতিয়ার রহমান মোড়ল বলেন, অনুষ্ঠান চলবে, আপনারা যা পারেন তাই করেন।
তবে শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠানের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নানের নির্দেশে মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী তাৎক্ষনিক ভাবে রবিবার রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠান বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের হাওলাদার বলেন, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ব্যানারে আমার নাম ব্যবহার করা হয়েছে বলে শুনেছি, তবে তারা আমাকে কোন চিঠি কিংবা দাওয়াতই দেয়নি। তিনি আরো বলেন, শহীদ মিনারে জুতা নিয়ে নাচ গানের ব্যাপারে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এঘটনায় এলাকাবাসী ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
