নির্বাচনের আগের দিন ঢাকা দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর এজেন্ট নাজির হোসেনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইসলামবাগের হাজী বাবুল রোডে এ ঘটনা ঘটে।বিএনপি নেতাকর্মীরা জানান, ঢাকা দক্ষিণের ২৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের এজেন্ট ও দলীয় কর্মী নাজির হোসেনকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের ফুপাতো ভাই রুবেল ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। এ সময় আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর ছোট ভাইও সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে নাজিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার কোমরে ১২টি সেলাই দেওয়া হয়েছে।
বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, নাজির হোসেন দলের একনিষ্ঠ কর্মী। নির্বাচন উপলক্ষে তিনি প্রচার থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব পালন করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর ভাই তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। তিনি এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
CNNcrimenews.