কাল সকালেই ভোট, কিন্তু তার আগেই চলছে ভোট কেন্দ্র দখলের চেষ্টা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ধাওয়া করলে পালিয়ে যায় উভয় পক্ষ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা দক্ষিণের কদমতলীর একটি ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম ওরফে বাবু মাস্টার ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকাশ কুমার ভৌমিকের লোকজন একত্রিত হয়ে কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর দুই দল বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে এলাকাবসী তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওয়ার্ডের কদমতলী থানা এলাকার হাজী শরীয়তুল্লাহ হাইস্কুলে জয়বাংলা স্লোগান দিয়ে একদল যুবক প্রবেশ করে। এসময় এলাকাবাসী ও পুলিশ যুবকদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম ওরফে বাবু মাস্টার লোকজন নিয়ে ওই কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকাশ কুমার ভৌমিকের লোকজনের সাথে বাকবিতন্ডা ও কিছুক্ষন হট্রগোলের সৃষ্টি হয়।
২১ দিনের বিরামহীন প্রচার-প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় প্রার্থী এবং ভোটাররা। দুই সিটিতে চোখ পুরো দেশবাসীর। ঢাকায় চোখ পুরো বিশ্ববাসীর। কেমন হবে নির্বাচন? কেমন থাকবে ভোটের দিনের পরিবেশ। এমন আলোচনা এখন চারপাশে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। এখন সময়ের অপেক্ষা মাত্র।
CNNcrimenews.