নগরীর মির্জাপুল ডেকোরেশন গলির বস্তিতে সপ্তাহের ব্যবধানে দু’বার আগুন লাগার কারণ ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন, সপ্তাহের ব্যবধানে আবারও আগুন লাগছে আজ। তদন্ত সাপেক্ষে বিষয়টা খতিয়ে দেখা হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে ডেকোরেশনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১২ টি গাড়ি ১ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে।এদিকে স্থানীয় ভুক্তভোগিদের অভিযোগ, সপ্তাহের ব্যবধানে দু’বার আগুন লাগার ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে এ আগুন লাগানো হয়েছে বলে তাদের দাবি।
অগ্নিকাণ্ডের এ ঘটনাকে উদ্দেশ্যমূলক জানিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম বলেন, যদি কেউ এরকম নোংরা কাজে লিপ্ত থাকে তাদের প্রশাসনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের ৫টি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। সপ্তাহের ব্যবধানে দু’বার আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তের পরেই জানা যাবে ঘটনা কি।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে যায় প্রায় দুই শতাধিক বসতঘর।
CNNcrimenews.