জনগনের আস্হা ও ভালোবাসার প্রতীক চট্টগ্রাম জেলা পরিষদ। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জলা আওয়ামীলীগের সদ্য নির্বাচিত সভাপতি এম,এ,ছালাম এসব কথা বলেন।
বুধবার (২৯ জানুয়ারি) হাটহাজারি উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে কুয়াইশ-বাথুয়া সংযোগ সড়ক এবং স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে হাজী নেয়ামত আলী সড়ক ও পৃর্ব শিকারপুর আছদ আলী সড়কের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম।
উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় ছিলো লুটতরাজের আতুঁরঘর। আওয়ামীলীগ সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সাধারন জনগনের আস্হা ও বিশ্বাসের লক্ষ্যস্হল হয়ে উটেছে চট্টগ্রাম জেলা পরিষদ। প্রধানমন্ত্রীর আরোপিত দায়িত্ব তিলতিল করে পালন করে যাচ্ছি। গরীর-মেহনতি মানুষের প্রিয় ঠিকানা এখন চট্টগ্রাম জেলা পরিষদ।
বক্তব্য রাখেন ১৪নং শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দীকি। তিনি বলেন, জনগনকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রুপকল্প বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, সাধারন জনগনের কাঙ্কিতসেবা দৌড়ঁগোড়ায় পৌছেঁ দিচ্ছি।
এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ উপস্হিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল খালেক, লোকমান হোসেন জুনু, বেলাল উদ্দীন বিজয়, এনমুল হক, মো. ফয়সাল, মো. মনসুর, মোরশেদুল আলম, সানি, মো.জাভেদ, প্রমুখ।
CNNcrimenews.