হেলিকপ্টারে টুঙ্গিপাড়া যাওয়ার পথে স্বপ্নের পদ্মা সেতুকে নিজের মুঠোফোনে ধারণ করে রাখলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।সব প্রতিকূলতা জয় করে স্বপ্নের পদ্মাসেতুর ৩ হাজার ৩০০ মিটার এখন দৃশ্যমান। সেই স্বপ্ন-পূরণের অভিযাত্রাকে মুঠোফোনে স্মৃতিময় করে রাখলেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী।
এর আগে শুক্রবার সকালে সাড়ে ১০টার পর শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করে। এর আগে সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে ছয়টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার পথে।এর আগে, বৃহস্পতিবার রাতে অগ্রবর্তী দল হিসেবে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।
CNNcrimenews.