ফজরের পরপরই টঙ্গীর তুরাগ তীরে যার যার খিত্তায় অবস্থান নিয়ে মদিনার মাওলানা ওসমানের আমবয়ান শুনতে মনোযোগী মুসল্লিরা। বয়ানটি বাংলায় তরজমা করেন- মাওলানা আব্দুল্লাহ মুনসুর।
শুক্রবার দুপুরে লাখো মুসল্লির অংশগ্রহণে এখানেই অনুষ্ঠিত হবে জুমার নামাজ। এতে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা মোশারফ হোসেন। জুমার নামাজ ঘিরে এরই মাঝে আশপাশের এলাকা থেকে ধল বেঁধে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর এভাবেই শুরু হয় ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ আছর শুরু হয় দ্বিতীয় পর্বের প্রাক-বয়ান।
ইজতেমা ময়দানের ভেতরে ও বাইরে নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ট্রাফিক ব্যবস্থাপনায় নিযুক্ত আছে বাড়তি পুলিশ সদস্য। এরই মধ্যে পুরো ময়দানকে ৫ স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে সবদিকে। ইজতেমা ময়দানে পানি, পয়ঃনিষ্কাশন, বর্জ্য অপসারণসহ মুসল্লিদের সুবিধা নিশ্চিতে কাজ করছে সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।
আগামী রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের মতো শেষ বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
CNNcrimenews.