চট্টগ্রাম-৮ (চান্দঁগাও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে দীর্ঘ ৪৭ বছর পরেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ সংসদ সদস্য হয়েছেন। এই আসনে প্রথমবারের মতো ইভিএম ভোট ও আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে (তৎকালীন চট্টগ্রাম-৭ আসন) এমএ মান্নান নির্বাচিত হন। এরপর থেকেই বিএনপি এবং জোট-মহাজোটের প্রার্থীরা বিভিন্ন সময় জয়ী হয়েছিলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় (১৯৭৩ সাল) এমএ মান্নান এমপি নির্বাচিত হয়েছেন। এরপর বিভিন্ন সময় বিএনপি এবং জোট-মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম আওয়ামী লীগের দলীয় প্রার্থী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাছাড়া সাধারণ মানুষ যোগ্য সরকারকে জয়ী করেছেন। এতে প্রধানমন্ত্রী ও দলের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়নসহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকভাবে এগিয়ে নেয়ার সুযোগ এসেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম-৮ (চান্দঁগাও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনের ভোট গণনায় মোট ১৭০টি কেন্দ্রের কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। এখানে বেসরকারিভাবে ভোটের ফলাফলে নৌকা প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ পেয়েছেন ৮৫ হাজার ৬১২ ভোট এবং নিকটতমপ্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯০১ ভোট।এখানে অন্য চার প্রার্থীদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার) পেয়েছেন ৯৬৭, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন) পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাপন দাশগুপ্ত (কুড়েঁঘর) পেয়েছেন ৬১৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল) পেয়েছেন ৫৪৮ ভোট।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এসময় ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েনের পাশাপাশি ছিল পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স।
চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার। কেন্দ্র সংখ্যা ১৭০টি।এবারের উপ-নির্বাচনে মোট ১৭০টি কেন্দ্রে চার লাখ ৭৫ হাজার ৯৮৮ভোটার ছিলেন। তবে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে ভোট প্রদান করেন ১ লাখ ৮ হাজার ৫৮১ ভোটার। যা মোট ভোটের ২২ দশমিক ৯৪ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
CNNcrimenews.