চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোডে ভোটের শুরুতেই একদল যুবককে শোডাউন করতে দেখা গেছে। এসময় তাদের হাতে ছিল লাঠি ও কিরিচ। কারও কারও মুখ ছিল রুমাল দিয়ে বাঁধা।
সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে উপ-নির্বাচনে ভোট চলাকালে এ শোডাউন হয়।

চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোড
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের সামনে মারমুখী যুবকদের আচমকা অবস্থানে ভোটারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভুল বোঝাবুঝির কারণে সাময়িক উত্তাপ ছড়ালেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
CNNcrimenews.