চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন দলের প্রার্থী মোছলেন উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ বিএনপির প্রস্তুতি নাই বলে একটি বাহানা খুঁজছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে একথা বলেন তিনি।মোছলেম উদ্দিন বলেন, চট্টগ্রাম-৮ আসনের মানুষ নৌকার পক্ষে ভোট দিবে। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি ভরাডুবির আশঙ্কা করেই তারা এখন অনেক কথাই বলছে। এ জন্যই তারা বিভিন্ন অভিযোগ করেই চলেছে।
নির্বাচন কমিশনের প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে মোছলেম উদ্দিন বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। এ উপ- নির্বাচন নিয়ে মানুষের অনেক আশা, যে উন্নয়ন কাজগুলো চলছে- তা অব্যাহত থাকবে।
CNNcrimenews.