বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবীর উদ্দেশ্যে রওনা দেবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে। সোমবার আবুধাবী ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ‘আবুধাবী সাসটেইনেবল উইক’ এবং ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরেমনি’তে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার হোটেলে এনভয়েস কনফারেন্সে যোগ দেবেন।
মঙ্গলবার ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
তিন দিনের সফর শেষে ১৪ জানুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
CNNcrimenews.