কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সময় অমিত শাহ বলেছিলেন, গোটা কাশ্মীর ভারতের। অমিত শাহের হুঙ্কারের পর পাক অধিকৃত কাশ্মীরের দখল নিতে ভারত হামলা করতে পারে বলে আশঙ্কায় ভুগছেন পাকিস্তান। প্রতিবেশীকে দেশের আশঙ্কা বাড়িয়ে শনিবার সেনাপ্রধান এমএম নারাভনে জানান, ভারতীয় সেনা প্রস্তুত। নির্দেশ এলে পাক অধিকৃত কাশ্মীর দখল করতে ঝাপিয়ে পড়বে ভারতীয় সেনা। সদ্য ভারতীয় সেনার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এমএম নারাভনকে।
শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিক সম্মেলনে দেশের নিরাপত্তা-চিফ ডিফেন্স স্টাফ ইত্যাদি নানা বিষয়ে নিজের মত জানান তিনি।কাশ্মীর প্রসঙ্গে সেনাপ্রধান জানান, সংসদ যদি মনে করে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, তাহলে ভারতীয় সেনা যথাযথ ব্যবস্থা নেবে। নারাভনে বলেন, সংসদে প্রস্তাব পাশ করে বলা হয়, গোটা কাশ্মীর ভারতের অংশ। সংসদ সেটা মনে করলে এবং আমাদের কাছে নির্দেশ এলে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব।
ভারতীয় সেনা যেকোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় প্রস্তুত তা স্পষ্ট জানিয়ে দেন সেনাপ্রধান। দেশের সংবিধানের প্রতি অনুগত ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকার সামরিক ক্ষেত্রে চিফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নামে নতুন পদ ঘোষণা করেছে। নারাভনের পূর্বসূরি জেনারেল বিপিন রাওয়াত হয়েছেন চিফ ডিফেন্স স্টাফ৷ সিডিএস এবং ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্স গঠনকে তিন বাহিনীর মধ্যে সামঞ্জস্য রক্ষার ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন নারাভনে।
ভারতীয় সেনাবাহিনীতে অফিসারের অভাব নিয়ে মুখ খোলেন এমএম নারাভনে। জানান, অফিসারের অভাবের কারণ এটা নয় যে কেউ আবেদন করছেন না। অফিসার নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় সেনায় যে মাপকাঠি রয়েছে তার সঙ্গে আপোষ করা হবে না। খুব তাড়াতাড়ি ভারতীয় সেনায় মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে। ৬ জানুয়ারি থেকে ১০০ জন মহিলাদের নিয়ে তৈরি প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। সূত্রঃকলকাতা টাইমস২৪।
CNNcrimenews.