ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শনিবার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (১০ জানুয়ারি) মারা যান সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। সুলতানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শোক জানাতে ওমানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আগামী ৪০ দিন।দীর্ঘ আট মাস জার্মানিতে চিকিৎসা শেষে ২০১৯ সালের ডিসেম্বর নিজ দেশে ফেরেন সুলতান কাবুস।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন সুলতান কাবুস। এছাড়া তার কোনো ভাই নেই। ফলে কোনো উত্তরাধিকারী নেই সুলতান কাবুসের।দেশটির নিয়মানুযায়ী, আগামী তিন দিনের মধ্যে পরবর্তী সুলতান নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।
CNNcrimenews.